Head Teacher Speech
সুপারের বাণী
বিসমিল্লাহির রহমানির রাহীম
টাংগাইল জেলার অর্ন্তগত ভূঞাপুর উপজেলাধীন গাবসারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুংলীপাড়া গ্রামে নিবিড় চরাঞ্চলে চর গাবসারা দাখিল মাদ্রাসাটি অবস্থিত।মাদ্র্সায় বর্তমানে ১৩ জন শিক্ষক ও ৩য় /৪র্থ শ্রেণীর ৪জন অফিস সহকারী আছে।মাদ্রাসায় দাখিল স্তরে ২৯৮ জন ও এবতেদায়ী স্তরে ৯৩ জন শিক্ষার্থী আছে।মাদ্রাসার প্রতি বছর বোর্ড, কতৃক পাবলিক পরীক্ষায় ৮২% এর উপরে পাসের হার। মাদ্রাসার শিক্ষার মান অত্তান্ত ভাল। মাদ্রাসার অবকাঠামো সব টিনের ঘর মাদ্রাসায় মোট ১২টি ক্লাসরুম ১টি কমনরুম ও ১টি অফিসরুম আছে। প্রতিষ্ঠানটি অধিক ভাল করার জন্য সরকারী ও বেসরকারী সর্বোজনের সহযোগিতা কামনা করছি।