অত্র চর গাবসারা দাখিল মাদ্রাসাটি ০১/০১/১৯৮৪ ইং সনে গাবসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুর্তাজা আলী প্রতিষ্ঠিত করেন। পরে ৩১/১২/১৯৮৬ ইং সনে সরকারী বেতন ভাতা প্রাপ্ত হয়ে ১৯৯২ ইং সনে একাডেমিক স্কীকৃতি লাভ করে। মাদ্রাসাটি চরাঞ্চলে স্থাপিত হলেও ভূঞাপুর উপজেলায় যত গুলি মাদ্রাসা আছে তন্মধ্যে অত্র মাদ্রাসাটি অন্যতম। মাদ্রাসায় মোট ৬টি টিনসেট ঘর রয়েছে ও ১০৪ শতাংশ জমি আছে। আমি সভাপতি হিসেবে মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করি।